জাতীয় পার্টির ৪ সংরক্ষিত নারী এমপি

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন চারজন। তারা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, রওশন আরা মান্নান, মাসুদা এম রশিদ ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার।

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাদের মনোনয়ন চূড়ান্ত করেছেন।

এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৬ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৪ মার্চ।