শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী সুস্থ হয়ে আবারো রাউজানে সাধারন মানুষের মধ্যে ফিরে এসে গণমানুষের কল্যানে কাজ করবে । সাংসদ ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান উপজেলা চেয়ারম্যান সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল তার বক্তব্যে একথা বলেন।
২৩ আগষ্ট রবিবার বিকালে বাদে আসর রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সাংসদ ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান উপজেলা চেয়ারম্যান সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সমিতির সচিব মুক্তিযোদ্বা পুর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ। ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সঞ্চলানায় অনুষ্টিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, রোকন উদ্দিন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্রাহ আল মাহমুদ,রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিউল আলম,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুৃদ, যুবলীগ নেতা আবু রাশেদ, মেম্বার কামরুল ইসলাম বাচ্চু, জাহাঙ্গীর আলম প্রমুখ । দোয়া ,মাহফিলে রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা এম এ মতিন সাংসদ ফজলে করিম চৌধুরী ও চেয়ারম্যান শফিকুল ইসলাম, সরোয়ার্দী সিকদার, সাহাবুউদ্দিন আরিফের আরোগ্য কামনা করে মোনাজাত করেন।











