ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান পৌর ৩নং ওয়ার্ড এ দোয়া মাহফিল

রাউজানের মাটি ও মানুষের নেতা, রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান পৌরসভার গহিরা ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(গতকাল) এশারের নামাজের পর গহিরা এফ কে জামেউল উলুম আলীয়া মাদ্রাসা মিলনায়তনে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।
এতে মোয়াজ্জেম বাড়ী মদিনাতুল মনোয়ারা হেফজখানা ও এতিমখানা, আলম মাবিয়া হেফজখানা ও এতিমখানা, গহিরা এফ কে জামেউল উলুম আলীয়া মাদ্রাসার হেফজবিভাগ ও এতিমখানার ক্ষুদে শিক্ষার্থীদের নিষ্পাপ জবানে পবিত্র কোরআন খতম সম্পন্ন করে শেফার লক্ষে বিভিন্ন দোয়া পাঠের মধ্য দিয়ে সাংসদের সুস্থতা কামনা করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক নঈম খাঁন, আওয়ামীলীগ নেতা মোঃ নাছির উদ্দীন, উপজেলা আ’লীগের সহ দফতর সম্পাদক হাসান মোঃ রাসেল, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, উপজেলা আ’লীগের সদস্য মোঃ জসিম উদ্দিন, আ’লীগ নেতা আনোয়ার পারভেজ, পৌরসভা আ’লীগের সহ-সভাপতি ডাচ বাংলা ব্যাংক কদমতলী শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ ইজাজ, পৌরসভা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কে,এম আবদুল্লাহ আল মতিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন,
পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুসা আলম খান, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফ উদ্দিন চৌধুরী, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম বাবুল সওদাগর, খোরশেদুল আনোয়ার চৌধুরী মাইজ্জামিয়া সও, ব্যবসায়ী নেতা কাজী মোঃ আজিজ, উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, গহিরা মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক ইউপি সদস্য মিয়া তানসেন, যুগ্ন সম্পাদক আজিজুল হক সুমন, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন, ত্রাণ বিষয়ক সম্পাদক জিকু দত্ত, প্রচার সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী জনি, পৌরসভা ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী ফরহাদ, সাধারণ সম্পাদক সালমান শিপুল চৌধুরী, যুবলীগ নেতা আজাদ খাঁন, সালাউদ্দিন খাঁন মাসুদ, মোহাম্মদ বখতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদওয়ান সহ স্থানীয় অনেকেই।
উপস্থিত সকলের মিলাদ ক্বিয়াম শেষে গহিরা মাদ্রাসা জামে মসজিদদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইনের পরিচালনায় সাংসদ ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনাসহ ১৫ আগস্টে নিহত শহীদ ও ভয়াল ২১ আগস্টে শহীদদের মাগফিরাত এবং আহত হয়ে শরীরে ক্ষত নিয়ে বেঁচে থাকা বীর সৈনিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিম, দুস্থ ও মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী সহ প্রায় ছয়শো মানুষ রাতের খাবার গ্রহণ করেণ।