কারখানায় অভিযান, অবৈধ পলিমার জব্দ

পূর্ব বাকলিয়ায় একটি পলিমার উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ৬২৫ কেজি অবৈধ পলিমার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় মেজর পলিমার ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এইসব অবৈধ পলিমার জব্দ করেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, বৈধ পলিমার উৎপাদনের পাশাপাশি অবৈধ পলিমার উৎপাদন করছিলো মেজর পলিমার ইন্ডাস্ট্রি।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মেজর পলিমার ইন্ডাস্ট্রির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬২৫ কেজি অবৈধ পলিমার জব্দ করা হয়েছে।

জব্দ করা পলিমার আইনি প্রক্রিয়া অনুসরণ করে ডিসপোজাল করতে পরিবেশ অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ এবং পরিবেশ অধিদফতরের পরিদর্শক আজহারুল ইসলাম অংশ নেন।