ফজলে করিম’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী করোনার শুরুতে রাউজানে হৃত দরিদ্র মানুষের খাদ্য সহায়তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রমজান মাসে সেহেরীর খাবার প্রদান, রাউজান আইসোলেশন সেন্টার স্থাপন করেন । নিজের জীবনের ঝুকিঁ নিয়ে গত ১৫ আগষ্ট শনিবার জাতীয় শোক দিবসের অনুষ্টানে রাউজানে সারাদিন রাউজানে থেকে চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে গেলে অসুস্থ হয়ে পড়ে ।

গত ১৭ আগষ্ট সোমবার সাংসদ ফজলে করিম চৌধুরীর করোনা নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ আসে । করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সাংসদ ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম নগরীর বাসাতে আইসোলেশনে রয়েছে । সাংসদ ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনায় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । গতকাল ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে রাউজান সরকারী কলেজ জামে মসজিদে রাউজান পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাহাজাহানের সঞ্চলনায় অনুষ্টিত । গতকাল ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে রাউজান সরকারী কলেজ জামে মসজিদে রাউজান পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান,রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক আহসান হবিব চৌধুরী,রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপুিত পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, নাঈম উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, আওয়ামী লীগ নেতা জাবেদ রহিম, ইখতেয়ার উদ্দিন, ক্,ে এম আবদুল্ল্রাহ আল মতিন, কাওসার উদ্দিন রিয়াদ, সেলিম উদ্দিন, পৌর যুবকলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, যুবলীগ নেতা আবু সালেক প্রমুখ । দোয়া মাহফিলে সাংসদ ফজলে করিম চৌধুরীর সুস্থতা কামনা করে মোনাজাত করেন আল্লামা বোরহান উদ্দিন আল কাদেরী ।