মিরসরাইয়ের খৈয়াছরায় চুরি-ডাকাতি রোধকল্পে মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি: “একতায় লড়ি চুরি ডাকাতি মুক্ত খৈয়াছড়া গড়ি” এই সেøাাগানে চুরি-ডাকাতি রোধকল্পে এলাকার সর্বস্তরের জনগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের হামিদ আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এলাকার ৬টি সমাজের সর্দার ও জনসাধারন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খৈয়াছড়া ও এলাকার জনসাধারণের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ গ্রাম্য বৈঠকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সমাজের সর্দারদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠক মোঃ জাহেদ ও নুর আহম্মদ এর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সোনালি স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু, ভুক্তভোগী মোঃ হানিফ, সকল গ্রাম সর্দার, যুবসমাজের খোরশেদ আলম, সরোয়ার হোসেন জনি, নাজিম উদ্দিন, ওহিদুল ইসলামসহ ভুক্তভোগী এবং সচেতন ব্যক্তিবর্গ।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও উদ্বেগ প্রকাশ করেন। আলোচনায় সকলেই এলাকায় সকল প্রকার অপরাধ দমনে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

সভায় সার্বিক বিষয়ে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসহ চুরি ডাকাতি রোধকল্পে করনীয় পদক্ষেপ উপস্থাপন করেন স্বপ্নের খৈয়াছড়ার সভাপতি মোঃ জাহেদ।

তিনি বলেন, “সবার সহযোগিতা ও সচেতনতা ছাড়া চুরি-ডাকাতি নির্মূল সম্ভব নয়। ঐক্যবদ্ধ উদ্যোগই পারে খৈয়াছড়াকে নিরাপদ ও শান্তিপূর্ণ গ্রামে রূপান্তর করতে।”