চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আলি আজম নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারে চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম আর্থিক সহায়তা দিয়েছেন।
নগদ অর্থ ছাড়াও শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিদারুল আলম আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি ও চসিক ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনিত কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার মিয়া, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন প্রমুখ।











