জাতীয় শোক দিবসে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আজ বাদে আসর হযরত শাহ্ আমানত (রহ.) মাজার সংলগ্ন মসজিদে নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবসার উদ্দিন রনির পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন নগর সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, হাজী শওকত আকবর, নগর কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, সহ-সভাপতি ফারুকুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহŸায়ক এম আজগর আলী, যুব সংহতির সদস্য সচিব কায়সার হামিদ মুন্না, উত্তর জেলা যুব সংহতির সদস্য সচিব মুসা তালুকদার, ছাত্র সমাজের আহŸায়ক মামুনুর রশিদ মাসুদ, জাপা নেতা কাজী হেলাল হোসেন, এম এ কাশেম, নীল কমল সুশীল, পল্লীবন্ধু পরিষদের আহŸায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কান্টু, নগর ছাত্র সমাজ নেতা সুমন বড়–য়া, আরাফাত কচি, বাপ্পি আহমেদ, আবু হাসান, আবু হানিফ নোমান, শ্রমিক নেতা সুলতান আহমেদ প্রমুখ। মিলাদ মাহফিল ও মুনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়। পরে একটি শোক র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।











