জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, এমজহিরুল আলম দোভাষ এর নেতৃত্বে সকল বোর্ড সদস্য ও চউককর্মকর্তা-কর্মচারী সমেতসকাল ১১:০০ টায় কুয়াইশ এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতেিতপুষ্পস্তবকঅর্পনকরাহয়।
পুষ্পস্তবক অর্পন পূর্বক চেয়ারম্যান, চউকমহোদয়জাতিরপিতারশাহাদাতদিবসেগভীর শোক প্রকাশকরেন ও উপস্থিত সকলকেবঙ্গবন্ধুরআদর্শে উদ্বুদ্ধ করেচট্টগ্রামেরউন্নয়নতথা দেশেরউন্নয়নেএকযোগেকাজকরারআহ্বানজানান। উক্ত শোকদিবসেজাতিরপিতা ও তাঁরপরিবারেরশাহাদাৎবরনকারীসকল সদস্যেররূহেরমাগফেরাতকামনায় মেহেদীবাগস্থ সিডিএজামেমসজিদে খতমে কোরআন, দোয়ামাহফিল ও তবরুকবিতরনকরাহয়। উক্ত দোয়ামাহফিলঅনুষ্ঠানেচউক চেয়ারম্যানসহচউকেরসকল বোর্ড সদস্য ও কর্মকর্তা/কর্মচারীগনউপস্থিত ছিলেন। এতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখেবিপুলসংখ্যাকমুসল্লীউক্ত দোয়ামাহফিলেঅংশগ্রহণকরেন। জাতিরপিতার৪৫তমশাহদাৎবার্ষিকীউপলক্ষ্যে বঙ্গবন্ধুরজীবনি, ভাষনসম্পৃক্তপ্রায়৫০০শতবই-পুস্তকসিডিএঅফিসভবনে শোকমাসব্যাপীসাধারনজনগনেরজন্য উম্মূক্ত করাহয়। তাছাড়াও শোকমাসব্যাপীচউকএরসকলকর্মকর্তা ও কর্মচারীগনেরকালোব্যাজপরিধানকরাহচ্ছেএবং ১৫ আগষ্টসকালহতেচউকঅফিসভবন ও চউকএরসকলশিক্ষাপ্রতিষ্ঠানেজাতীয়পতাকাঅর্ধনমিতরাখাহয়।











