এবার দুষ্প্রাপ্য কিল বিল টৌকান পাখি উদ্ধার

ভারত – বাংলাদেশের পেট্রাপোল – বেনাপোল সীমান্ত ক্রমশঃ পশু – পাখি চোরাচালানকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে।নিয়মিত প্রাণী ও পাখির চোরাচালান হচ্ছে দু’ দেশে। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বি এস এফ ও বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি নিয়মিত চেষ্টা চালাচ্ছে এই চোরা কারবার রুখতে। দুই বাহিনীর যৌথ প্রয়াসের এক কাহিনী সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশ ঢোকার মুখে বাজেয়াপ্ত হয়েছে দুটি দুষ্প্রাপ্য পাখি যা এতদিন শুধু টেলিভিশন এর পর্দায় দেখে এসেছে এই উপমহাদেশের মানুষ।

আংরাইল বর্ডার আউটপোস্ট দিয়ে দক্ষিণ আমেরিকায় এক জোড়া কিল বিল টৌকান উদ্ধার হয়। বাজারে এই একজোড়া পাখির দাম চোদ্দ লক্ষ কুড়িহাজার টাকা। এই অর্থেই পাখি দুটি বিক্রি হওয়ার কথা ছিল বাংলাদেশের এক সংগ্রাহকের কাছে। বি এস এফ এর একশো আটান্ন ব্যাটালিয়ান বিজিবি’র কাছ থেকে টিপ অফ পেয়ে উত্তরচব্বিশ পরগনার হালদারপাড়া থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় কিলবিল টৌকান পাখি দুটি। এই পাখি দেখতে পাওয়া যায় দক্ষিণ মেক্সিকো এবং কলম্বিয়ায়। সালফার ব্রেস্টেড টৌকান নামেও এই পাখি পরিচিত। বাংলাদেশ থেকে দু’হাজার উনিশ সালে কলকাতায় একটি সিংহ শাবক পাচার নিয়ে প্রচুর হইচই হয়েছিল। প্রাণী পাচার রুখতে দু’ দেশই এখন সচেষ্ট।।