টেকনাফের নৌকাসহ ২লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ::
কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা খারাংখালী সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে মিয়ানমার হতে আসার সময় কাঠের নৌকাসহ ২লাখ ৩০হাজার ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়, গত ১১ আগষ্ট রাত পৌনে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে একটি হস্তচালিত নৌকাযোগে বাংলাদেশের কিনারায় পৌঁছলে চ্যালেঞ্জ করলে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি টহল ধাওয়া করলে মাঝপথে নৌকা হতে লাফ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। তখন নৌকাটি আয়ত্তে নিয়ে তল্লাশী করে ২টি ইয়াবার বস্তা পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২লাখ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।
এসব মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।