মেজর সিনহা হত্যা পুলিশের করা মামলার ৩ সাক্ষী গ্রেফতার

শামসুউদ্দিন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ::
টেকনাফে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজন আসামীকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা।
ধৃতরা হচ্ছে টেকনাফের বাহারছড়া মারিশবনিয়ার জালাল আহমদের পুত্র মোঃ আয়াছ উদ্দিন, নাজুর পুত্র মোঃ নুরুল আমিন, নজির আহমদের পুত্র মোঃ নাজিমুদ্দিন।
১১ আগষ্ট মঙ্গলবার ভোররাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল তাদেরকে আটক করে।
একই দিন বিকালে ধৃত আসামীদের কক্সবাজার আদালতে সোর্পদ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
বিষয়টি কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।