ফটোগ্রাফাররা তারকাদের ছবি তুলবে এটিই স্বাভাবিক। কিন্তু নিজের সেই ছবি যদি কোনো তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, তা হলে কপিরাইট আইনে মামলা হবে তার বিরুদ্ধে।
এমনটিই ঘটে পশ্চিমা বিশ্বে। এমন অভিযোগে জেনিফার লোপেজ ও মডেল গিগি হাদিদসহ বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে মামলা হয়েছিল।
একজন তারকা হয়তো ভাবতে পারেন, ফটোগ্রাফার তার ছবি তুলেছে, অথবা কোনো একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তার ছবি তোলা হয়েছে। ফলে সামাজিক মাধ্যমে নিজের সেসব ছবি পোস্টে কোনো বাধা নেই।
কিন্তু যুক্তি হচ্ছে- একটি প্রতিষ্ঠান একজন ফটোগ্রাফারারের পেছনে টাকা খরচ করে সেই ছবি তুলছে। কিন্তু সেই ছবি পোস্ট করার মাধ্যমে তার কপিরাইট থাকে না। মূল্য হারিয়ে যায় সেই ছবির।
এ ছাড়া একজন ফটোগ্রাফার কোনো প্রতিষ্ঠানের জন্য ছবি তুললে, তখন ত্রিপক্ষীয় চুক্তি ছাড়া এর মালিকানা নিয়ে জটিলতা থাকবে।
গত সপ্তাহেও একই কারণে মডেল গিগি হাদিদের বিরুদ্ধে একজন ফটোগ্রাফার কপিরাইট আইনে মামলা করেছেন।
এ মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোগ্রাফারের অনুমতি না নিয়ে ছবি পোস্ট করেছেন। এমন অভিযোগ আনা হয়েছে মামলাটিতে।
একই ধরনের মামলা হয়েছিল জেনিফার লোপেজের বিরুদ্ধেও।
যুক্তরাষ্ট্রে কপিরাইট বিষয়ে আইনজীবী নীল চ্যাটার্জি বলেন, সামাজিক নেটওয়ার্ক মেধাস্বত্বের বিষয়গুলোকে জটিল করছে।
টুইটারে যেহেতু কোনো ছবি রি-টুইট করা যায়, তখন কপিরাইট বা ছবি মালিকানার বিষয়ে জটিলতা দেখা দিতে পারে, বলেন তিনি।