মেয়রকে স্মারকলিপি দিলেন বাকলিয়া থানা জেলে শ্রমিক ইউনিয়ন

বাকলিয়া থানা মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়ন(রেজি নং-চট্ট-২৭৪২) এর নেতৃবৃন্দ আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরভবনে মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্দীন বরাবরে সংগঠনের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রদত্ত একটি স্মারকলিপির অনুলিপি মেয়রকে প্রদান করেন। এতে তারা চাক্তাই কালুঘাট আউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারের ক্ষতিপূরন সহ পুনর্বাসনসহ পুনর্বাসন ও রিং রোডে ক্ষেতচর এলাকায় জেলে শ্রমিকদের জন্য ঘাট নির্মাণ করা, নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা পেতে বাকলিয়া থানা মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের বাংলাদেশ সরকারের অধীন চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর কর্তৃক পরিচয় পত্র প্রদান, মৎস্য শিকারী জেলে শ্রমিকের ছেলে-মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার বিষয় উল্লেখ করেন। মেয়র তাদের বক্তব্য শ্রবন পূর্বক তাদের সমস্যা সমূহ যথাযথ দপ্তরে পৌঁছে দেয়ার আশ্বাস প্রদান করেন। মেয়র বলেন এ সরকার শ্রমবান্ধব সরকার। কারো রুজি রোজগারের পথরুদ্ধ করে এ সরকার কোন প্রকল্প বাস্তবায়ন করবে না। এই ব্যাপারে তিনি তাদেরকে পুর্নবাসনে সহায়তার আশ্বাস দেন। এসময় বাকলিয়া থানা মৎস্য শিকারী জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদ্রিস মোল্লা, সাধারন সম্পাদক আহমদ উল্লা(কালু), রাজনীতিক মো. ওমর আলী সর্দার, উজ্জল বিশ্বাস, মো. ইউছুফ, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, প্রচার সম্পাদক মো. জসিম, অর্থ সম্পাদক আব্দুল মাবুদ, দপ্তর সম্পাদক মো. নুর আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।