মাস্ক পরিধান করলেই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম


আমিরবাগ মসজিদে মুসল্লিদের জন্য মাস্ক প্রদানকালে কালে- ডা.শাহাদাত হোসেন

———————————————————–চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, মাস্ক পরিধান করলেই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। চট্টগ্রামে ১৪ হাজারের অধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে হাজার হাজার মানুষ পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষের উপর মাক্স পরিধানের যে বাধ্যবাধকতা সরকার নিয়েছে তা কার্যকর হচ্ছে না। প্রশাসনিক কঠোরতা না থাকার কারণে দিন দিন করণা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মাস্ক পরিধান ছাড়া কেউ যেন হাট- বাজারে রাস্তা-ঘাটে বের হতে না পারে প্রশাসনের জোর নজরদারি থাকতে হবে।ঈদের আগে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তিনি আজ আমিরবাগ জামে মসজিদে মুসল্লিদের জন্য মাস্ক প্রদানকালে কালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হাসান,নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, আমিরবাগ সোসাইটি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন তালুকদার, ফয়সাল মুনীর চৌধুরী, পেয়ার মাহমুদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।