মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচি পালিত

এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১০টায় ২২নং এনায়েত বাজার ওয়ার্ডস্থ বজ্রধাম মন্দির প্রাঙ্গণে ওয়ার্ডের অসুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। নগরীর ২১টি ওয়ার্ডের হ্যালো ডাক্তার কর্মসূচির সমন্বয়ক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লাহ বাচ্চু, মহিলা কাউন্সিলর নিলু নাগ। ডাক্তার সজীব তালুকদার, ডাক্তার ফালগুনী তালপত্র ও প্রদীপ মারমার নেতৃত্বে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা প্রদান করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা আশীষ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সুজিত ঘোষ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মানিক ঘোষ, অধ্যাপক সবুজ দে, গোপাল ঘোষ, রনজিত দে, আশীষ চক্রবর্তী, কায়সার উদ্দিন, জয়দেব ঘোষ, আবদুস শুক্কুর, সুনীল দাশ, সন্তোষ দাশ, শিমুল দাশ, রানা দাশ, ছাত্রলীগ নেতা রিপন ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালে জাতি এক দূর্যোগময় মুহুর্ত অতিক্রান্ত করছে। এসময় জনগণের পাশে থেকে সেবা প্রদান করা নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন তাই পূর্বের ন্যায় দূর্যোগকালে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। চলমান এই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য বক্তারা জনগণের সহযোগিতা কামনা করেন।