অপরিকল্পিত কর্মকান্ডে পানি প্রবাহের গতিতে ব‍্যাঘাত ঘটছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র বলেছেন মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি পাতের কারণে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হলেও সিটি কর্পোরেশন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে। তিনি রাস্তা ও নালা নর্দমা গুলোতে অসচেতন ভাবে ময়লা আর্বজনা ফেলা এবং অপরিকল্পিত পাহাড় কাটার কারণে নালা নর্দমা দিয়ে পানি প্রবাহের স্বাভাবিক গতিতে ব্যাঘাত ঘটছে বলে অভিমত ব্যক্ত করেন।

তিনি আজ সকালে শুলকবহর ওয়ার্ড়স্থ নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৪ ও ৫ নং সংযোগ সড়কে তার্কিশ হোপ স্কুল সংলগ্ন ১২মিটার দৈর্ঘ্যর আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ উদ্ভোধন কালে এসব কথা বলেন। তিন কোটি পাচ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটি নভেম্বর মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোরশেদ আলম, সংরক্ষিত কাউন্সিল জেসমিন পারভীন জেসী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নাসিরাবাদ হাউজিং সোসাইটির সেক্রেটারি মো. শাহাজাহান, মো. ইদ্রিস,আলাউদ্দিন আলম,রাশেদুল আমিন,,রাইসুল ইসলাম সৈকত, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো.আবু সিদ্দিক, সহকারী প্রকৌশলী মিসবাউল আলম, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল, এস এম মামুনুর রশিদ, তাজ উদ্দিন, আনিসুর রহমান প্রমুখ।