অপ্রীতিকর ছবি ফেসবুকে প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

এক নারীর অপ্রীতিকর ছবি ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগে শওকত হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) তাকে গ্রেফতারের বিষয়টি জানায় নগর গোয়েন্দা পুলিশ।

নগরের কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার শওকত হোসাইনের সঙ্গে এক নারীর বিবাহের আগে প্রেমের সম্পর্ক ছিল। তখন কিছু অপ্রীতিকর ছবি ধারণ করে রাখে। পরে আরেকজনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়ে গেলে তা ফেসবুকে ছেড়ে দেয় শওকত। ওই নারীর স্বামী থানায় মামলা করলে পুলিশ শওকতকে গ্রেফতার করে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আসিফ মহিউদ্দীন বলেন, শওকত হোসাইনের সঙ্গে এক নারীর বিবাহের আগে প্রেমের সম্পর্ক ছিল। তখন কিছু অপ্রীতিকর ছবি ধারণ করে রাখে। পরে আরেকজনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়ে গেলে তা ফেসবুকে ছেড়ে দেয় শওকত। ওই নারীর স্বামী থানায় মামলা করলে শওকতকে গ্রেফতার করা হয়।