বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। গ্রুপ পর্বে এই দুদলের দুটি ম্যাচেই জয় পায় চিটাগং।
ঢাকা ডায়নামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, রনি তালুকদার, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও কাজী অনিক।
চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজমুল হোসেন মিলন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ।