সাহেদদের সংক্রমণ ঠেকাতে জিরো টলারেন্সের অধিকতর কার্যকরী পদক্ষেপ দাবি

 মতবিনিময়কালে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী
এইচ. কে. আইটি গ্রুপের রোগ প্রতিরোধ ওষুধ প্রদান
সমাজে সাহেদদের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সেবা খাত সহ সকল খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অধিকতর কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী । তিনি রিজেন্ট হাসপাতাল কেলেংকারির হোতা সাহেদ গংয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এই ধরনের লুটেরা সিন্ডিকেটের নেপথ্যের হোতাদের খুঁজে বের করারও দাবি জানান। তিনি চট্টগ্রাম নাগরিক উদ্যোগকে এইচ. কে. আইটি গ্রুপের উদ্যোগে হোমিওপ্যাথি ডাক্তার কাজী সাজিয়া আফরিন শাওন কর্তৃক করোনা মহামারী প্রতিরোধে হিউম্যান ইমিউনিটি সিষ্টেম বুষ্টআপ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক হেমিওপ্যাথিক ওষুধ অর্সেনিকাম এ্যালবাম-৩০ প্রদান উপলক্ষে মতবিনিময় কালে দাবি জানান । নাগরিক সংগঠক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী ডা. সাজিয়াকে ধন্যবাদ জানান । এইচ. কে. আইটি গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানান। মতবিনিময়কালে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করতে নাগরিক সমাজের সচেতন ভূমিকা জরুরি । সমাজের দুষ্টু ক্ষত সরাতে সব শ্রেণী পেশার মানুষের সহায়ক অবস্থান দরকার । পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ ছাড়া করোনাযুদ্ধ জয় সম্ভব নয়। প্রসঙ্গক্রমে ঢাকায় বসুন্ধরা গ্রুপ, চট্টগ্রামে নাভনা গ্রুপ, এস আলম গ্রুপ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদের যুদ্ধে সহায়ক ভূমিকার কৃতজ্ঞতা জানান । ১০০ জনের ১ মাসের ওষুধ উপহার স্বরুপ প্রদানকালে ডা. সাজিয়া চলমান করোনা ও বিশ্বের ইতিহাসে নানা রকম মহামারী প্রতিরোধে হোমিওপ্যাথির কার্যকর ভূমিকা তুলে ধরেন । এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন এইচ. কে. আইটি গ্রুপের সি.ই.ও. ছুফি এস. এ. মিডু, পিউ কমিউনিকেশনের সত্বাধিকারী শাহজাদা ছৈয়দ মোঃ সাইফুল আলম নাইডু, তরুণ আইটি বিশেষজ্ঞ শাহবুদ্দিন নুরুল ইসলাম টিটু।# ১৭/০৭/২০২০ ক্যাপশন: চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরীকে ঔষধ হস্তান্তর করছেন হোমিওপ্যাথি চিকিৎসক সাজিয়া আফরিন শাওনসহ এইচ কে আইটি গ্রুপের প্রতিনিধিদল