মেখল পেশকার বাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা

ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার এ শ্লোগান নিয়ে মেখল মানবিক আইসোলেশন সেন্টার প্রতিটি এলাকায় গিয়ে চিকিৎিসা সেবা দিয়ে যাচ্ছে।করোনা কালিন যে কানে জনগন অভিজ্ঞ ডাক্তারদেরকে পাচ্ছেন সেই কানে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে মেখল মানবিক আইসোলেশন সেন্টারের ব্যবস্থাপনায় গত এক মাস থেকে পুরুষ মহিলা অভিজ্ঞ ডাক্তার দিয়ে এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে মেখল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে।
এরই ধারাবাহিকতায় বুধবার(১৫ জুলাই) মেখল ৫ নং ওয়ার্ডের পেশকার বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত অভিজ্ঞ গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সব বয়সের নারী ও পুরুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডাক্তার মোঃ ইমরুল কায়েস এম বি বি এস, ডাক্তার জান্নাতি তাবাসসুম সাইমা এম বি বি এস, তাদের সহযোগীতা করেন স্বাস্থ্য সহকারী মোঃ হৃদয়,রিয়া আক্তার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখল পেশকার বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আলমগীর,আবুল কাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম, মেখল মানবিক আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা ও আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ ব্যাবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম,রাজনীতিবীদ মোঃ মনছুর চৌধুরী,ইউপি সদস্য মোঃ আমির হোসেন,মোঃকাইয়ুম মেম্বার, রাজনীতিবীদ মোঃ গাজী ইসহাক, মোঃ জসিম উদ্দীন,মোঃ দেলোয়ার,মোঃ নাজিম,মোঃ এরশাদ,মোঃ মহিউদ্দীন,মোঃ দিদার,মোঃ নুর আজম,মোঃ বেলাল,মোঃ তাজুল ইসলাম,মোঃ এনাম,ডা.মোঃ জয়নাল,গাজী মামুন,জামসেদ আলম,মেখল মানবিক আইসোলেশন সেন্টারের সেচ্ছাসেবকমের মধ্যে মোঃ মোরশেদুল আলম,মোঃ বাবুল,মোঃ ওয়াহিদুল আলম,মোঃ আরমান,মোঃ ইফতেখার,মোঃ আবদুর রহিম,মোঃ জাহেদুল ইসলাম,মোঃ রাকিব,মোঃ আকিব প্রমখ।
এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পের ফিতা কেটে উদ্ভোধন করেন অতিথিরা। মোনজাত পরিচালনা করেন মৌলনা মোঃ বেলাল।
এদিকে উক্ত অনুষ্ঠানের মোহাম্মদ জাহাঙ্গীর আলম “ফ্রি চিকিৎসা” সম্পর্কে বলেন, ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার এ শ্লোগান নিয়ে আমরা মেখলে কাজ করে যাচ্ছি বিগত এক মাস থেকে। এর আলোকে আমরা করোনা কালিন যেহেতু গ্রামের মানুষ ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারছে না।সে জন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে রোগীর কাছে সেবা দেওয়ার জন্য গ্রামে নিয়ে এসে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার ব্যাবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, ইতিমধ্যে মেখল মানবিক আইসোলেশন সেন্টার মেখল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ৮২২ জন রোগীকে চিকিৎসা সেবা,১০০ জন রোগীকে অক্সিজেন,৬শত রোগীকে বিনামূল্যে ঔষধ ও ২০জন রোগীকে নেভোলাইজার দিয়েছে।