প্রবাসীদের হয়রানি না করতে সিএমপি কমিশনারের নির্দেশ

নিউজডেস্ক: প্রবাসীদের সহায়তার জন্য সার্বক্ষণিক হটলাইন চালু এবং বিমানবন্দর থেকে শহরমুখি প্রবাসীদের সঠিক তথ্য ছাড়া তল্লাশির নামে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

বুধবার (৩০ জানুয়ারি) বিকালে সিএমপি সদর দপ্তরে চট্টগ্রাম সমিতি ওমান এর প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় দেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে চট্টগ্রাম সমিতি ওমান এর সভাপতি ও এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নানা তল্লাশি শেষে শহর ঢোকার মুখে পুলিশী তল্লাশিতে পড়তে হয়। মাঝে মাঝে হয়রানিরও শিকার হন।

সঠিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কাউকে তল্লাশির ব্যাপারে আপত্তি নেই উল্লেখ করে ইয়াছিন চৌধুরী বলেন, দীর্ঘদিন পর বাড়ি ফেরার পথে গড়পড়তা সব প্রবাসীকে এমন পরিস্থিতিতে যেন পড়তে না হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন।

বৈঠকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে মহানগর এলাকায় প্রবাসীদের পুলিশী সেবা নিশ্চিতে সহায়তা ডেস্ক চালুরও অনুরোধ জানানো হয়।

রেমিটেন্সযোদ্ধা খ্যাত প্রবাসীদের সরকার সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। এমনকি দেশের বিভিন্ন ক্রান্তিকালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এর মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তারা দেশে এসে কোন ধরণের দুর্ভোগের শিকার যাতে না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রবাসীদের সব ধরণের সহায়তা দিতে সিএমপি সদর দপ্তরে নগর বিশেষ শাখার তত্বাবধানে হটলাইন চালুর ঘোষণা দিয়ে পুলিশ কমিশনার বলেন, এই হটলাইনে দেশ বা প্রবাস থেকে যোগাযোগ করে প্রবাসীরা তাদের যে কোন অভিযোগ, সমস্যা জানাতে পারবেন এবং সহায়তা চাইতে পারবেন। মহানগর পুলিশ তা দ্রুত নিরসনে ব্যবস্থা নিবে।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. আব্দুল ওয়ারীশ, সহকারী পুলিশ কমিশনার মুজাহিদুল ইসলাম, সাংবাদিক এজাজ মাহমুদ, চট্টগ্রাম সমিতি ওমান’র উপদেষ্টা এম শাহজাহান মিয়া সিআইপি, প্রকৌশলী কেবিএম আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, সহ-প্রচার সম্পাদক বাবলু চৌধুরী, সহ-আপ্যায়ন সম্পাদক আজিজ মোহাম্মদ, সদস্য মহিম উদ্দিন খান, স্থপতি ইফতেখার মেহেদি, এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. সেলিম সিআইপি, সুইজারল্যান্ড প্রবাসী নুরুল আজিমসহ সিএমপির নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।