আলী রশীদ, ইউএই প্রতিনিধি।
দুবাই থেকে আবুধাবি আসার পথে গানটুট সীমান্তে কোভিড টেস্ট সেন্টারে এখন থেকে ৫০ দিরহামে করবেন করোনা টেস্ট, রেজাল্ট ৫ মিনিটে
আবুধাবিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দুবাই থেকে কেউ আবুধাবি প্রবেশের সময় করোনা নেগেটিভ রেজাল্ট নিয়ে আসার আইন করা হয়েছে।এরই অংশ হিসেবে বর্তমানে দুবাই হতে আবুধাবি আসার সময় শেখ জায়েদ রোডের গানটুট সীমান্ত চেক পয়েন্টের আগে একটি কোভিড টেস্ট ফ্যাসিলিটি বা সেন্টার স্থাপন করা হয়েছে। এখানে মাত্র ৫০ দিরহাম ফির বিনিময়ে কোভিড টেস্ট করা যাবে এবং টেস্টের পাঁচ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে।
তাই এখন থেকে আগাম টেস্ট করার ঝামেলাটা আর থাকলো না।