জুলাই মাসের মধ্যেই কক্সবাজারে ফ্লাইট

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) বেবিচক চেয়ারম্যান বলেন, কক্সবাজার বিমানবন্দরে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেই ঈদুল আজহার আগেই অর্থাৎ চলতি মাসের শেষের দিকে খুলে দেওয়া হবে।

মো. মফিদুর রহমান বলেন, কক্সবাজার বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসা ও নার্স দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে বলেছি। কক্সবাজারে এয়ারলাইন্সগুলো যেতে চায়। স্বাস্থ্য অধিদপ্তর আশ্বস্ত করেছে যে, আগামী সপ্তাহের দিকে তারা চিকিৎসাকর্মী দিতে পারবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেই আমরা বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দেবো।