সাফল্যের হাসি ছড়াচ্ছে রাউজানের হাফসা এগ্রো

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সম্ব্রান্ত পরিবারে জম্মগ্রহনকারী ছাত্রলীগ নেতা মোঃ শওকত উদ্দিন চৌধুরী । বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে রাউজানে রাজপথ কাপাঁনো ছাত্রলীগ নেতাদের মধ্যে অন্যতম ছাত্রলীগ নেতা মোঃ শওকত উদ্দিন চৌধুরী । লেখপাড়া শেষ করে চট্টগ্রাম শহরে ব্যবসা করতো ছাত্রলীগ নেতা শওকত উদ্দিন চৌধুরী । ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে বাড়ীতে চলে আসেন । বেকার অলস সময় না কাটিয়ে নিজের পৈতৃক জমি বিক্রয় করে ২৬ লাখ টাকা দিয়ে । জমি বিক্রয় করা টাকার কিছু অংশ দিয়ে কদলপুর পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জমাদার বাড়ীর পুর্ব পাশে এক ব্যক্তির কাছ থেকে দু একর পাহাড়ী জমির দখলস্বত্বূ ক্রয় করে নিয়ে ছাত্রলীগ নেতা শওকত পাহাড়ী জমিতে গড়ে তোলেন হাফসা এগ্রো এন্ড ফলজ বাগান ।

ছাত্রলীগ নেতা শওকতের হাফসা এগ্রো এন্ড ফলজ বাগানে রয়েছে ডেইরী ফার্ম ।ছাত্রলীগ নেতা শওকতের ফলজ ঘাছের বাগান, সব্জি ক্ষেতের চাষাবাদ, ডেইরী ফার্ম সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ডেইরী ফার্মে দেশীয় ২০টি গরু লালন পালন করেছে ছাত্রলীগ নেতা শওকত । ঈদুল আজহাতে ২০ টি গরু বিক্রয় করবে । ছাত্রলীগ নেতা শওকতের প্রতিষ্টিত হাফসা এগ্রো এন্ড ফলজ বাগানে বিভিন্ প্রজাতির আম, পেপেঁ, আমড়া, আমলকি, হরিতকি, ড্রাগন, মাল্টা,কমলা, ডালিম, বড়ই, লিচু, লেবু, আলুবহরা, সুপারী, কলা গাছের বাগান গড়ে তেলা হয়েছে । আম গাছের মধ্যে বারমাসী আম গাছের চারায় আমের ফলন এসেছে । পেপেঁ গাছে পেপেঁর ফলন এসেছে প্রচুর। হাফসা এগ্রো এন্ড ফলজ বাগানে বিভিন্ন প্রজাতির ফলের বাগান ছাড়া ও ছাত্রলীগ নেতা শওকত ফলজ গাছের বাগানের ফাকেঁ ফাকেঁ গড়ে তোলেছে সব্জি ক্ষেতের চাষাবাদ। সব্জি ক্ষেতের মধ্যে রয়েছে বরবটি, ঢেড়শ, মিষ্টি কুমড়া, লাউ, গুড়া কচু, বেগুন, শষা,কাকরল, ঝিঙ্গা, পরুল, কইদ্যা । ছাত্রলীগ নেতা শওকত প্রতিদিন দুজন কর্মচারী নিয়ে তার ফলের বাগান ও সব্জি ক্ষেতের পরিচর্যা করেন। ডেইরী ফার্মের গরু লালন পালন করেন । ছাত্রলীগ নেতা শওকতের ফলজ বাগান ও সব্জি ক্ষেত থেকে উৎপাদিত সব্জি বাজারে সব্জি ব্যবসায়ীদেও কাছে বিক্রয় করেন। ছাত্রলীগ নেতা শওকত বলেন জমি ক্রয় ও ফলজ গাছের বাগান, ডেইরী ফাম, সব্জি ক্ষেত করতে তার খরচ হয়েছে ২৬ লাখ টাকা । ছাত্রলীগ নেতা শওকত আওো বলেন, তরুন যুব সমাজকে চাকুরীর পেছনে না ঘুরে নিজেদের স্বাবলম্বি হতে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরনায় রাউজানের পাহাড়ী এলাকায় সবুজ বনায়ন গড়ে তোলেছি , আমি একজন সফল কৃষক হিসাবে গড়ে উঠতে চায়। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও হাটহাজারী হার্টিকালচার সেন্টারের সহায়তায় রাউজানের পাহাড়ী এলাকায় ফলজ গাছের বাগান, সব্জি ক্ষেত, ডেইরী ফার্ম করে গড়ে তোলা হয়েছে । রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ বলেন, ছাত্রলীগ নেতা শওকত উদ্দিন চৌধুরীর ফলজ গাছের বাগান ও সব্জি ক্ষেতের চাষাবাদ প্রকল্প অপরুপ একটি সৌন্দর্য প্রকল্প । ছাত্রলীগ নেতা শওকতের ফলজ গাছের বাগান প্রকল্পের জন্য রাউজান উপজেলা কৃষি সমাপ্রসারন অধিদপ্তর সকল প্রকার সহায়তা প্রদান করা হয়েছে ।