ব্যাচেলর বাবু জাহিদ

জাহিদ হাসান মানেই নতুন কোনো চরিত্র। ক্যারিয়ারের এই সময়ে এসেও বরাবরই নতুন নতুন চরিত্র দেখে অভিনয় করছেন তিনি। এই অভিনেতা এবার দর্শকের সামনে আসছেন ‘ব্যাচেলর বাবু’ হয়ে। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। পরিচালক জানান, ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। জাহিদ হাসান বলেন, নাটকের গল্পটি বেশ চমৎকার।
বাবুকে এখানে নানা ভাবে দেখা যাবে। কখনো প্রতিবাদি, কখনো রাগী। এই সময়ে যেমন তেমন গল্পে কাজ করতে ভালো লাগে না। তাই নতুন কিছু করার জন্য চেষ্টা করি। এই অভিনেতা এখন ঈদের নাটক নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তিনি ‘চড়া তালুকদার’ ও ‘বনে ভোজন’সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। এছাড়া চলতি সপ্তাহে আরো কয়েকটি নাটকের কাজ করবেন বলে জানান।