টার্গেটটা বেশি ছিল না, মাত্র ৯৯। সেই রান তুলতে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল চিটাগং ভাইকিংস। ফলে জমে উঠেছিল খেলা। উত্তেজনা থাকল শেষ পর্যন্ত। অবশেষে টানটান রুদ্ধশ্বাস ম্যাচে বিজয়ীর হাসি হাসল বন্দরনগরী চট্টগ্রামের দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে বিপিএল-২০১৯ এ শুভসূচনা করল মুশফিক বাহিনী।
ব্যাট হাতে রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেন ইংল্যন্ডের রবি ভোপারা (৪৪)। এছাড়া আর বলার মতো রান এসেছে শুধু সোহাগ গাজীর ব্যাট থেকে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন তিনি। এছাড়া বাকি সব ব্যাটসম্যানই ১০ অংকের নিচেই ফেরেন।
টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে রংপুরের একাদশে নেই ক্রিস গেইল। রংপুরের আরেক তারকা এবি ডি ভিলিয়ার্স দলের সঙ্গে যোগ দেবেন সিলেট পর্ব থেকে।