ম্যানচেস্টার সিটির কাছে হারল লিভারপুল

টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা লিভারপুল। বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার সিটি কাছে ২-১ গোলে গোলে হেরেছে তারা।

ইতিহাদ স্টেডিয়ামে লিগ ম্যাচে লিভারপুলকে স্বাগত জানিয়েছিল ম্যানসিটি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লুপের দল। নিজেদের মাঠে ম্যানসিটির জয়ে একটি করে গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও লেরয় সানে। অন্যদিকে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও রবার্তো।

ম্যাচের ৪০ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বাঁ পায়ের জোরালে শটে গোল করেন সিটি তারকা আগুয়েরো। বিশ্রাম শেষে ম্যাচের ৬৩ মিনিটে আলেকজান্ডার–আর্নল্ডের বাড়ানো বলে গোল করে ফিরমিনো লিভারপুলকে সমতায় ফেরায়। তবে ম্যাচের ৭২ মিনিটে রহিম স্টার্লিংয়ের সহায়তায় লেরয় সানে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ালে উচ্ছ্বাস ফেরে ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল না পেলে ২-১ গেলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে লিভারপুল। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পা। লিভারপুলের পরাজয়ের ফলে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল।