‘জ্ঞানের আলোয় পূণ্য-ধন্য হউক আমাদের সন্তানদের জীবন’

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বই জ্ঞানের আধার, বই হোক আমাদের সন্তানদের নিত্যসঙ্গী। জ্ঞানের আলোয় পূণ্য-ধন্য হউক আমাদের সন্তানদের জীবন। তিনি বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২০১৯ তারিখ ‘বই উৎসব’ উপলক্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট সরকারের বিজয়কে স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্রের মানসকন্যা জাতির জনক বঙ্গবন্ধু তনয়া দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতির রূপরেখা তথা ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ এর সফল বাস্তবায়নে চাই শিক্ষা-ক্রীড়া-সংস্কৃতির সমন্বয়ে বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ। এ লক্ষ্যে বিশ^নেত্রী দেশরতœ শেখ হাসিনা কোমলমতি শিশুদের হাতে বছরের প্রথমদিন বিনামূল্যে বই তুলে দিয়ে বিশে^ নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধুর মানবিক রাষ্ট্র দর্শন এবং মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনাকে সমুন্নত রাখতে অনিয়ম-স্বজনপ্রীতি-দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিষবাস্প উৎপাটনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্ধকারের শক্তিকে নিধন করে মানবিক শক্তির বিকাশ ঘটাতে আমাদের কোমলমতি শিশুদের দেশপ্রেমিক-সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মানিত শিক্ষক-অভিভাবকবৃন্দ দায়িত্বশীল ভূমিকা রাখবেন মাননীয় উপাচার্য এ আশাবাদ ব্যক্ত করেন। পরে মাননীয় উপাচার্য কোমলমতি শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।
মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং উক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে উক্ত স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জনাব পারভীন সুলতানাসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক-অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয় ও অনুষ্ঠানে ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং দেশের শান্তি-সমৃদ্ধি-কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।