‘প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গড়তে যোগ্য নাগরিক হতে হবে’

রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অদ্য ১ জানুয়ারি সকাল ১২ টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সমাপিকা বড়–য়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অসিম বড়–য়ার সঞ্চালনায় ছাত্র/ছাত্রীদের বিনা মূল্যে জাতীয় পাঠ্য পুস্তক ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের। উদ্বোধক ছিলেন, ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক শিমুল আক্তার, সহকারী শিক্ষক সুমি তালুকদার, টুম্পা মল্লিক, আব্দুর রহমান, জালাল আহমদ বাবুল ও অভিভাবক/অভিভাবিকাবৃন্দ। উক্ত বই বিতরণ উৎসবে সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন, নতুন বছরের নতুন বইয়ের গন্ধ নিয়ে পড়ালেখা করার জন্য আহ্বান জানান। জ্ঞান অর্জন করে দেশকে ভালোবেসে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হওয়া উদাত্ত আহ্বান জানান। বর্তমান সরকার বিনা মূল্যে বই বিতরণের মাধ্যমে প্রমাণ করেছে যে, এই সরকার শিক্ষাবন্ধব সরকার। আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক করে গড়ে তোলার জন্য মানসম্মত শিক্ষা দান করা অপরিহার্য।