মেয়র আ জ ম নাছিরকে সম্মিলিত সংস্কৃতিক কর্মী পর্ষদ’র অভিনন্দন

চট্টগ্রাম মহানগর এলাকাধীন বাকলিয়া-কোতোয়ালী,পাহাড়তলী-ডবলমুরিং,বন্দর-পতেঙ্গাসহ নগরের আংশিক আরো ৩টি সংশ্লিষ্ট সংসদীয় আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর বলিষ্ট রাজনৈতিক অঙ্গীকার পালন করায় সম্মিলিত সংস্কৃতিক কর্মী পর্ষদ,চট্টগ্রামের পক্ষ থেকে গতকাল নগরভবনস্থ মেয়র দপ্তরে তাঁকে অভিনন্দিত করেছে। সংস্কৃতিক কর্মীদের মধ্যে যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. প্রকৌশলী রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, বরেণ্য বুদ্ধিজীবী কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব¡ আহমেদ ইকবাল হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত অরুন চন্দ্র বণিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন,সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চসিক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, জেলা শিল্প কলা একাডেমীর সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, নাগরিক উদ্যোগ চট্টগ্রামের প্রধান সমন্বয়ক খোরশেদ আলম, সম্মিলিত আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রাম এর সভাপতি বাচিক শিল্পী রাশেদ হাসান, সাধারন সম্পাদক বাচিক শিল্পী মাহবুবুর রহমান মাফুজ, নজরুল শিল্পী সংস্থার সভাপতি শিল্পী মৃনাল ভট্টচার্য্য, সাধারন সম্পাদক শিল্পী দিপেন চৌধুরী,গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রামের বিভাগীয় সভাপতি খালেদ হেলাল,সাধারণ সম্পাদক শাহ আলম,সম্মিলিত আবৃতি জোটের সভাপতি বাচিক শিল্পী অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক বাচিক শিল্পী মশরুর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল, হাসান জাহাঙ্গীর, সদস্য কংকন দাশ, সাইদুল আজাদ,বাপ্পা চৌধুরী,সম্মিলিত লেখক জোটের আহবায়ক আ ফ ম মোদাচ্ছের আলী,সমন্বয়ক রাজীব রাহুল, মুক্তিযুদ্ধ একাডেমী ট্রাষ্টের সদস্য সচিব ড.ফয়সাল কামাল,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার সভাপতি সুশান আনোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক এড.এম হোছাইন রানা, চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি সঙ্গীত শিল্পী আলাউদ্দিন তাহের, সাধারন সম্পাদক সংগীত শিলপী কামরুল আজম চৌধুরী টিপু,স্বাধীন বাংলা বেতার টেলিভিশন শিলপী জয়ন্তী লালা, কল্পনা লালা, সুজিত রায়,কায়সারুল আলম,শিল্পী ইকবাল হায়দার,আবদুর রহিম,বোধন আবৃতি পরিষদের কার্যনির্বাহী সদস্য বাচিক শিল্পী পঞ্চানন চৌধুরী, তারুন্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী এড. মুজাহিদুল ইসলাম,বাচিক শিল্পী মিলি চৌধুরী, বাচিক শিল্পী ফারুক তাহের,নৃত্য শিল্পী শুভ্রাসেন গুপ্তা,ফজল আমিন শাওন,তরুন চক্রবর্তী,সোমা বোস, চারু কলা শিল্পী তানভিরুল ইসলাম নাহিদ, মনোরঞ্জন কীর্ত্তনীয়া, সংস্কৃতি কর্মী কবি সজল দাশ,নজরুল ইসলাম মুস্তাফিজ, সুজিত চৌধুরী মিন্টু, দিলীপ সেন গুপ্ত, সুজিত দাশ অপু প্রমুখ অভিনন্দন বার্তায় তাঁরা বলেছেন, আ জ ম নাছির উদ্দীন তাঁর সুদক্ষ নেতৃত্বে মহানগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে নগরীর সংসদীয় আসনগুলোতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ও মহাজোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠনের তৃণমুল স্তরের নেতা-কর্মীদের উজ্জীবিত করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সুচিন্তিত নির্দেশনায় প্রতিটি ভোট কেন্দ্রে সুশৃংখল কর্মী বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। এ ক্ষেত্রে আ জ ম নাছির উদ্দীন সফলতা ও সক্ষমতার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আরো বলেন, মেয়র চট্টগ্রামের সার্বিক উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্যদের সহায়তায় সচেস্ট থেকে একটি আধুনিক নগর বিনির্মাণে তাঁর অবিরাম ও অব্যাহত প্রয়াস চালিয়ে যাবেন বলে তারা প্রত্যাশা করেন।