রাউজানে বসতঘরে অগ্নিকান্ড

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভ্ওা ৯নং ওয়ার্ডের রাউজান রাবার বাগানের গাড়ী চালক তৌহিদুল আলমের বসতঘরে ২৪ জুন বুধবার দুপুর একটার সময়ে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয় । আগুনে গাড়ী চালক তৌহিদুল আলমের বসতঘর ও বসতঘরের মধ্যে থাকা আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীরা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর আড়াই টার সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পাররেভ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গাড়ীর চালক তৈৗহিদুল আলমের পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রাবার বাগানের গাড়ী চালক তৌহিদুল আলমের পরিবারকে তাৎক্ষনিক ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন্ পারভেজ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবকারকে আরো সহায়তা প্রদান করার আশ^াস প্রদান করেন প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ ।