সিরিআয় অপরাজেয় যাত্রা ব্যাহত হতে চলেছিল জুভেন্টাসের। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দারুণ এক গোল করে হারের হাত থেকে দলকে রক্ষা করলেন। সেই সঙ্গে অপরাজিত যাত্রা অব্যাহত রাখলেন। আটালান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন জুভরা।
বুধবার আটালান্টার ডেরায় আতিথেয়তা গ্রহণ করে জুভেন্টাস। রোনাল্ডোকে ছাড়ায় প্রথমে খেলতে নামেন তুরিনের বুড়িরা। তবু গোল পেতে সময় লাগেনি। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যান তারা। ডি-বক্সের বাইরে থেকে আলেক্স সান্দ্রোর ক্রস প্রতিপক্ষ রক্ষণসেনার পায়ে লেগে জালে জড়ায়।
এর পর যেন খেই হারিয়ে ফেলে জুভেন্টাস। এলোমেলো ফুটবল খেলেন জুভরা। এর ফায়দা লুটে আটালান্টা। ২৪ মিনিটে সমতায় ফেরেন স্বাগতিকরা। ডি-বক্সে লেগে থাকা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান দুভান সাপাতা।
পরে আক্রমণ, পাল্টা আক্রমণে এগিয়েছে খেলা। তবে বিরতির আগে আর কেউ-ই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল পেতে মরিয়া হয়ে পড়ে দুদল। এতে খেলা আরও ওপেন হয়ে যায়। হাড্ডাহাড্ডি লড়াই করতে গিয়ে ৫৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রিগো বেন্তানকুর। এতে ১০ জনের দলে পরিণত হন অতিথিরা। এর সদ্ব্যবহার করে আটালান্টা। ৫৭ মিনিটে কর্নার থেকে হেডে দলকে এগিয়ে নেন সেই সাপাতা।
ফলে ব্যাকফুটে চলে যায় জুভেন্টাস। খেলায় গতি আনতে ৬৫ মিনিটে সামি খেদিরাকে বসিয়ে রোনাল্ডোকে মাঠে নামান ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি। এতে খেলায় প্রাণ ফেরে। আস্থার প্রতিদানও দেন সিআর সেভেন। ৭৮ মিনিটে অসাধারণ হেডে গোল করেন তিনি। ইতালিয়ান লিগের চলতি আসরে এটি তার ১২তম গোল। সিরিআয় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্রয়ে খেলার নিষ্পত্তি হওয়ায় শীর্ষস্থান অটুট রাখার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ১৬ জয় ও দুই ড্রয়ে আসরে হার না মানা দলটির চূড়ান্ত পয়েন্ট ৫০ পয়েন্ট।