সরকারি কর্মকর্তাদের জুম ডাউনলোড করতে নির্দেশ

করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল সভাসহ দাপ্তরিক কার্যক্রম চালাতে সরকারি কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় ছাড়াও অধীনস্ত দপ্তরের কর্মকর্তাদের বুধবার এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) আবু কায়সার খান স্বক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

করোনাভাইরাস পরিস্থিতিতে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো বিভিন্ন অনলাইন প্লাটফর্মে তাদের কার্যক্রম চালাচ্ছে।