তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি শামশুল আলমের ইন্তেকাল

রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি শামশুল আলম আর নেই।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় বেসরকারি সার্জিস্কোপ ইউনিট-২ হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সমিতির অর্থ সম্পাদক আবদুল আলীম বলেন, সভাপতি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। প্রথমে তিনি ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে অনেক চেষ্টার পর সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান।

সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, সাতকানিয়া সদর ইউনিয়নের গ্রামের বাড়িতে তার জানাজা ও দাফন হবে। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নগরের রিয়াজউদ্দিন বাজারসহ ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শামশুল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ ব্যবসায়ী নেতারা।