ফোনে ভিডিও ধারণের লিমিট বাড়তে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১১

ফোনে ভিডিও ধারণের ডিফল্ট লিমিট বাড়তে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে।

অ্যান্ড্রয়েড ফোনে ফোরকে রেজুলেশনে ভিডিও করতে গেলে ৪ জিবির চেয়ে বড় ফাইল তৈরি করা যায় না। একটি ভিডিওর আকার ৪ জিবি হওয়া মাত্র আরেকটি ফাইলে ভিডিও ধারণ শুরু হয়। তাই ভারি রেজুলেশনে ভিডিও ধারণের সময় ছোট ছোট অনেক ফাইল তৈরি হয়। এতে একটানা কোনো ভিডিও তৈরি করা যায় না। অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে এ সমস্যা এড়ানো যাবে।

তবে খোদ গুগলের ক্যামেরা অ্যাপই সুবিধাটি পাওয়া যাবে না। এক ফাইলে বড় আকারের ভিডিও ধারণ করতে প্রয়োজন হবে থার্ডপার্টি অ্যাপ ওপেন ক্যামেরা।

গুগল প্লেতে অ্যাপটির রিভিউ ১ লাখের বেশি এবং রেটিং ৪.১। আগামীতে অন্যান্য অ্যাপেও বড় ফাইল ধারণের সুযোগ মিলবে। তবে আপাতত শুধু ওপেন ক্যামেরা অ্যাপের কথা জানা গেছে।

গত বৃহস্পতিবার অ্যান্ড্রয়েড ১১ এর বেটা সংস্করণ উন্মোচন করে গুগল। আপাতত শুধু পিক্সেল ব্যবহারকারীরা আপডেটটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারছেন। বছরের শেষ দিকে আপডেটটির স্ট্যাবল সংস্করণ আনতে পারে গুগল।