হেফাজত আমীর ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী হাফিযাহুল্লাহ সাংবাদ মাধ্যমে আজ (১৪ জুন, ২০২০) প্রেরিত এক শোকবার্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।তিনি সকলকে সবরে জমিল দান করার জন্য পরম করুনাময় আল্লাহর দরবারে দোআ করেন।
হেফাজত আমীর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ প্রসঙ্গে বলেন- তিনি নিজ জেলার গওহরডাঙ্গা মাদরাসায় যুগশ্রেষ্ট বুজুর্গ আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ: এর নিকট পবিত্র কুরআন হেফজের মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। একই মাদরাসায় কওমী ধারায় পড়ালেখা করেন। তিনি কওমী মাদরাসা ও আলেম সমাজের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন। পরামর্শ নিয়ে কাজ করতেন। দেশের ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো শীর্ষ আলেমদের পরামর্শক্রমে সমাধানে চেষ্টা করেছেন। বিশেষ করে তাবলীগ জামাতের বিরোধ, ইজতেমা, করোনা পরিস্থিতিতে মসজিদ মাদরাসা পরিচালনাসহ অনেক বিষয়ে তিনি সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুর মাধ্যমে একজন আলেম-উলামাদের ভালবাসার রাজনীতিবিদকে হারালাম। মহান রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। আমীন
প্রসঙ্গত- গতকাল রাতে তিনি তাঁরবাসয় হৃদরোগ ও শ্বাসকষ্ঠ জনিত কারণে অসুস্থতাবোধ করলে তার পরিবার সিএমএইচ এ নেয়ার পর রাত ১১;৪৫ ইন্তেকাল করেন