লিওনেল মেসি ফিরলেন রাজার মতোই! করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর রিয়াল মায়োরকার বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। ইনজুরির কারণে এম্যাচে তার খেলা হবে কিনা এনিয়েই ছিল সংশয়। তবে সব শঙ্কা দূর করে মেসি মাঠে নামলেন এবং নিজে গোল করলেন, করালেন সতীর্থকে দিয়েও।
অধিনায়ক মেসির নৈপুণ্যে শনিবার মায়োরকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে কিক অফের ৬৫ সেকেন্ডের মধ্যেই এদিন গোল আদায় করে নেয় কোচ কিকে সেতিয়েনের দল। হেড থেকে গোলটি করেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
৩৭ মিনিটে মেসির এসিস্ট থেকে জাল খুঁজে নেন মার্টিন ব্রাথওয়েট (২-০)। ৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল আদায় করেন জর্দি আলবা। তাতে ৩-০ গোলের লিড নেয় বার্সা।
ম্যাচ জুড়ে দারুণ খেলা মেসি ইনজুরি সময়ে নিজেও গোল আদায় করে নেন লুইস সুয়ারেজে এসিস্ট থেকে। সুয়ারেজ চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এ ম্যাচ দিয়েই ফিরলেন।
এই গোলের মধ্য দিয়ে দারুণ এক মাইলফলকও ছুঁয়েছেন মেসি। এ মৌসুমে লা লিগায় ২০ গোল পূরণ হলো আর্জেন্টাইন তারকার। তাতেই হলো অনন্য এক রেকর্ড। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১২ আসরে অন্তত ২০ গোলের কীর্তি গড়লেন মেসি।
এই জয়ে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। রিয়াল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। জিনেদিন জিদানের দল রবিবার এইবারের বিপক্ষে মাঠে নামবে।