রাউজানে আইসোলেমনে থাকাদের কাছে পৌছে যাচ্ছে সাংসদের উপহার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাউজান থানার চার পুলিশ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা করছেন । হাটহাজারীর ব্যাংক কর্মর্কতা কাঞ্চন কর করোনায় আক্রান্ত হয়ে রাউজানের ফকিরহাট বাজারের ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে লকডাউনে রয়েছে । এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে নিজ ঘরের মধ্যে পরিবার পরিজন নিয়ে লকডাউনের মধ্যে জীবন যাপন করছেন । রাউজানে ৬৮ জন পুলিশ, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সরকারী চাকুরীজীবি, সিএনজি চালক, স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় পরিবার পরিজন নিয়ে লকডাউনে রয়েছে । করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে ব›িদ্ব হয়ে থাকা বিভিন্বন শ্রেনী ও পেশার মানুষকে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি তাদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন । করেনায় আক্রান্ত লোকজনের ঘরে ঘরে প্রতিদিন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রদত্ত খাবার পৌছে দিচ্ছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ । এছাড়া ও করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ব্যক্তিদের লাশ দাফন ও মৃত্যুবরনকারী ব্যক্তির পরিবারের সদস্যদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা । স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ । রাউজানে করোনায় আক্রান্ত লোকজনের মধ্রৈ মানবিক সহায়তা ও করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ব্যক্তিদের লাশ দাফন কাজে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তা সদস্যরা অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় এলাকায় সাধারন মানুষের কাছে সাংসদ ফজলে করিম চৌধুরী ও মানবিক কাজে দায়িত্ব পালনকারী নেতা কর্মীরা জনপ্রিয় হয়ে উঠেছে । রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা ভাইরাসের প্রাদুভার্ব শুরু হওয়ার পর থেকে সাংসদ ফজলে করিম চৌধুরী ও তার পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত ত্রাণ তহবিল থেকে রাউজানে ৭০ হাজার হৃদ দরিদ্র কর্মহীন, মধ্যবিত্ত পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে । করোনাযুদ্বে অংশগ্রহনকারী ২ হাজার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের গত রমজান মানে প্রতিদিন রাতে রাউজান থেকে রান্না করে চট্টগ্রাম নগরীর সরকারী ও বেসরকারী হাসপাতাল রাউজানে হাসপাতালে সেহেরীর খাবার পৌছে দিয়েছি । এছাড়া ও করেনা ভাইরাস থেকে জনগনকে রক্ষা করতে মাক্স, হ্যান্ড স্যনিটেজার বিতরন করা হয়েছে । করোনা রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে থাকা চিকিৎসাধীন লোকজনকে খাদ্য সহায়তা প্রদান করছি । করোনা রোগে আক্রান্তি হয়ে মুত্যুবরনকারী ব্যক্তিদের লাশ দাফন করা ও তাদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কাজ চালিয়ে যাচ্ছি সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে ।