রাতেই বেড়েছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচ

নতুন বাজেট প্রস্তাবের রাতেই বেড়েছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটের খরচ।

শুধু কথা বলা বা ইন্টারনেট নয় এমএমএস এবং সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য বাড়তি খরচ যোগ হচ্ছে।

মোবাইল ফোন অপারেটরগুলো বলছে, ১১ জুন দিবাগত রাত ১২ টা হতে গ্রাহককে বাড়তি খরচ দিতে হবে। যেখানে প্রতি ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক ৭৫ দশমিক ১৪৭ টাকার কথা বলতে পারবেন বা অন্য সেবা পাবেন ।

এতে দেখা যাচ্ছে গ্রাহকের পকেট হতে যাচ্ছে ১০০ টাকায় ২৫ টাকার মতো। যা আগে যেতো ২২ টাকার মতো।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে সিম-রিম মাধ্যমে দেয়া সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাবে এই খরচ বাড়ছে। যা আগে ছিল ১০ শতাংশ।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলছেন, এনবিআরের জারি করা এসআরও অনুযায়ী ১১ জুন মধ্যরাত ১২টা থেকে সব ধরনের মোবাইল সেবার ওপর নতুন করহার কার্যকর করা হবে। এতে গ্রাহকের খরচ বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান তিনি।

মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবঃ) বলেন, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের পর এ বিষয়ে এস আর ও জারি হওয়ায় তা ১১ জুন দিবাগত রাত ১২ টার পর থেকেই কার্যকর হবে।

অপারেটরগুলো জানিয়েছে, রাতেই তাদের বিলিং সিস্টেম আপডেট করে নতুন করে বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্ক বিলের মধ্যে যোগ করে দিচ্ছে।