”করোনাভাইরাস” জনিত কারণে শিশুদের পুষ্ঠিজনিত অভাবপুরণে দেশব্যাপি প্রধানমন্ত্রীর উপহার বিশেষ শিশুখাদ্য(মাতৃদুগ্ধ খাবার) বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন বেশ কয়েক দাফে অস্বচ্ছল,অসহায় ও নিম্মবিত্ত মাদের পুষ্ঠিকর শিশুখাদ্য(মাতৃদুগ্ধ খাবার) ওয়ার্ড কার্যালয়ে বুধবার,১০জুন দুপুরে বিতরণ করেন।
বিতরণ কালে ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন বলেন,মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে ধন্যমনে করছি। আর বৈশি^ক মহামারিতে জননেত্রী,বঙ্গকণ্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শিশুখাদ্য(মাতৃদুগ্ধ খাবার) গুলো যারা পাবেন অন্তত কিছুদিন পুষ্ঠিজনিত রোগ থেকে রক্ষা সহ শিশুরোগ প্রতিরোধ বৃদ্ধিতে সহায়ক হবে। তাই,মাদের কে বিশেস ভাবে যত্মবান হয়ে এই করোনায় শিশুখাদ্য(মাতৃদুগ্ধ খাবার) বিতরণ অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ।
বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- ওয়ার্ড সচিব মোঃমুনসুর আলী খান,সমাজকর্মী চন্দ্রাশীষ ভট্টাচার্য্য আশিষ, সৈয়দ আনোয়ারুল করিম রুশদী,মোঃ সাকিল প্রমুখ।
———————————(কোভিড-১৯)” নমুনা সংগ্রহ কার্যক্রম——————————–
এদিকে কাল ১১জুন থেকে চট্টগ্রাম -১১ এর সাংসদ এম.এ লতিফের সার্বিক নির্দেশনা – সহযোগিতায় এবং ৩৯নং ওয়াড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন ’এর উদ্যোগে বিনামূল্যে ”করোনাভাইরাস(কোভিড-১৯)” নমুনা সংগ্রহ করোনা রোগি পরিক্ষা কর্মসূচি ব্যারিস্টার সুলতান আহম্মদ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে সচিব জানিয়েছেন।
প্রতিদিন প্রায় অর্ধশত(কোভিড-১৯) আক্রান্ত রোগিদের নুমনা সংগ্রহ কার্যক্রমের টোকেন সকাল সাড়ে ৯টা থেকে ১১.৩০মিনিট হতে শুরু হচ্ছে। আগ্রহীরা অফিস চলাকালীন সময়ে নাম,ফোন ওসঠিক ঠিকানা,তথ্য দিয়ে(কোভিড-১৯) পরিক্ষা করাতে পারবেন।এই কার্যক্রমে উপসর্গভোগিরা অংশ নিয়ে এলাকা কে করোনা মুক্ত রাখতে কাউন্সিলর সুমন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন