গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিবের সাক্ষাৎ

শনিবার বেলা ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এসময় মহাসচিব করোনা মহামারিতে কিন্ডারগার্টেনের ও কিন্ডারগার্টেন শিক্ষকদের দুরাবস্থা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী মহোদয় তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্ডারগার্টেনের জন্য আর্থিক প্রণোদনার দাবি করলে মাননীয় প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে তিনি অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন। কিন্ডারগার্টেন নিবন্ধনের বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি যত দ্রুত সম্ভব নিবন্ধন প্রক্রিয়া কার্যকর করণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেবেন বলে আশ্বস্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন ও সদস্য মোঃ আব্দুর রাজ্জাক। ন্যাশনাল কিন্ডারগার্টেন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান হাসান মুকুল,মহাসচিব কাজী সরোয়ার খান মঞ্জু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন মহোদয়কে অভিনন্দন। জানিয়েছেন।