বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শায়খুল ইসলাম, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী মঙ্গলবার ভোর ৫.২৫ মিনিটে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রা’জিউন)। তাঁর ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জিএম শাহাদত হোছাইন মানিক ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান হুসাইন তুষার গভীর শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষকতাসহ এদেশের সুন্নীয়তের ময়দানের তাঁর অসামান্য অবদানের জন্য তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ইন্তেকালে এদেশের সুন্নী জনতা একজন অকৃত্রিম অভিভাবককে হারালেন। এ শূণ্যতা অপুরণীয়। বৈশ্বিক চরম কঠিন মূহুর্তে ইমামের বিদায় সত্যিই বেদনাদায়ক।
নেতৃদ্বয়- ইমাম হাশেমী রহমাতুল্লাহি আলাইহির রাফে দারাজাত কামনার পাশাপাশি সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কর্মসূচি : আল্লামা হাশেমীর (রা:) রাফে দারাজাত কামনার্থে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও সহযোগি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা/উপজেলা/ইউনিয়ন/ওয়ার্ড/ইউনিট সমমানের শাখাকে পবিত্র কুরআনুল কারীম খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনের কর্মসূচী ঘোষনা করা হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ কর্মসূচি সফলকল্পে সকলকে অংশগ্রহনের জন্য আহ্বান জানান।