এ. কে. আজাদ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষায় আট শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করার কৃতিত্ব অর্জন করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- আধুনগর হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়, উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয় , চরম্বা দারুল আরকাম দাখিল মাদ্রাসা , আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা , পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসা , আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা , কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসা ও পদুয়া মিশকাতুন নবী দাখিল মাদ্রাসা। লোহাগাড়া উপজেলায় স্কুল পর্যায়ে পাশের হার ৯৫.৮৮ এবং মাদ্রাসায় পাশের হার ৯৬.০৬। স্কুলগুলোতে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন এবং মাদ্রাসাগুলোতে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। এবার পুরো উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২৬০ জন ছাত্র-ছাত্রী। এ ব্যাপারে শতভাগ পাশ করা আধুনগর হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী জানান, আমরা শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত রেখে পাঠদানের চেষ্ঠা করেছি। এতে শিক্ষার্থীদের অভিভাবকের সহযোগিতা পেয়েছি। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা এবং পরিচালনা পর্ষদের সহযোগিতার কারণে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। জানতে চাইলে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, লোহাগাড়ায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেন। শিক্ষকদের নিয়মিত তদারকি এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির কারণে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।