অর্ধ শতাব্দী পর দরিদ্রকে পেছনে ফেলে শিক্ষা অর্জনে সফল্যের গল্প

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই::

কাপ্তাই উপজেলাধীন কর্নফুলীর কোল ঘেঁষে অবস্থিত চিৎমরম ইউনিয়ন।শত বছরের প্রাচীন বৌদ্ধ বিহারের জন্য এই এলাকার রয়েছে সুখ্যাতি। এখানকার শিক্ষায় এগিয়ে যাবার লক্ষ্যে কিছু বিদ্যুৎশাহি ব্যক্তি ১৯৭০ সালের ১লা জানুয়ারী চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথমে শিক্ষা বোর্ড হতে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম স্বীকৃতি থাকলেও পরবর্তীতে এটি মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি মিলে। চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পর একটি খুশির সংবাদে আনন্দে আত্মহারা হয়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ সমগ্র চিৎমরমবাসী।

২০২০ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে একজন সাদিয়া ইসলাম সকলের মূখ উজ্জল করেছে। চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছরের ইতিহাসে সাদিয়া ইসলাম প্রথমবারের মতো জিপিএ-৫ অর্জন করেছে এই বিদ্যালয় হতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিৎমরম বাজারের একজন অসচ্ছল চায়ের দোকানি সেকান্দর মিয়ার ১ ছেলে ২ মেয়ের মধ্যে সাদিয়া ইসলাম মেঝ মেয়ে। নূন আনতে পানতা ফুরায় অবস্থা এই পরিবারের। কিন্তু এমন দৈন্যদশায়ও সেকান্দর মিয়া এবং তার স্ত্রী ফরিদা খানম তিন ছেলে মেয়েকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেননি কখনো। তার বড় ছেলে শহীদুল ইসলাম কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজে স্নাতকে ১ম বর্ষে অধ্যায়নরত এবং ছোট মেয়ে সুমাইয়া ইসলাম চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে অধ্যায়নরত আছে। সাদিয়া ইসলামের মা ফরিদা খানম জানান, তার স্বামী ও দেবর মিলে চিৎমরম বাজারে ভাগাভাগি করে একটি চায়ের দোকান করেন। সারা বছর সংসারের টানাপোড়েন থাকলেও তিনি ছেলেমেয়েদের লেখাপড়া থেকে বঞ্চিত করেনি। অর্থের অভাবে বাড়তি প্রাইভেট টিউটর দিতে না পারলেও সাদিয়া পড়ালেখায় ছিলেন খুবই মনযোগী। তিনি তার সন্তানদের অন্য পরিবারের ছেলেমেয়েদের মতো বাড়তি চাহিদা পূরণ করতে পারেননি। এরপরও ছেলেমেয়েরা মূখ বুঝে চালিয়েছেন পড়ালেখা। তিনি চিৎমরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালনা কমিটির সকলের প্রতি তার মেয়ের সফলতায় কৃতজ্ঞতা জানান। চিৎমরম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী সাদিয়া ইসলামের এ সফলতায় আনন্দিত ও উচ্চসিত হয়ে জানান, সাদিয়া ইসলাম সমগ্র চিৎমরম বাসীর মূখ উজ্জল করেছে। তার ভবিষ্যতের পড়ালেখার জন্য যত রকম সহযোগিতা লাগবে সবটুকু প্রদানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি তাকে এমন সফলতার জন্য সংবর্ধণা প্রদান করা হবে বলে জানান তিনি। চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুপ্রু মারমাসহ সকল শিক্ষকবৃন্দ সাদিয়া ইসলামের এমন অর্জিত ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।