চবিতে নবপ্রতিষ্ঠিত করোনা শনাক্তকরণ ল্যাব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদে নবপ্রতিষ্ঠিত কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবে করোনাভাইরাস মনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ১ জুন ২০২০ বিকেল ৩.০০ টায় জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করেন। শুরুতে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার স্বাগত বক্তব্য রাখেন এবং কোভিড-১৯ প্রতিরোধে বিশ^বিদ্যালয় কর্তৃক গৃহীত কার্যক্রম অবহিত করেন। ভিডিও কনফারেন্সে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাননীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাননীয় সাংসদ বেগম ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ¦ আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ^বিদ্যালয়) জনাব মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ এবং চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডাঃ মোস্তফা খালেদ আহমেদ অংশগ্রহণ করেন। এতে শুভেচ্ছা বক্তব্য প্রেরণ করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ-গবেষকবৃন্দ, ল্যাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ শারীরিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। পরিশেষে মাননীয় উপাচার্য ফিতা কেটে ল্যাবে প্রবেশ করেন এবং ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।
মাননীয় শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে করোনাভাইরাসের এ মহাদুর্যোগে দেশ-জাতি তথা গণমানুষের কল্যাণে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে চবি শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ যেভাবে এগিয়ে এসেছেন তার অত্যন্ত প্রশংসা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাঁর সুদক্ষ নেতৃত্বে করোনাভাইরাসের মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি নিজেই দৈনন্দিন মনিটরিং করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই দেশবাসী আলোর মুখ দেখতে পাবে বলে মাননীয় মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দরকার বেশি বেশি নমুনা পরীক্ষার মাধ্যমে রোগী সনাক্তকরণ, রোগীর সংস্পর্শ নিরুপণ এবং শনাক্তকৃত রোগীকে যথাযথভাবে সেবা প্রদান। এ ল্যাব বিশ^বিদ্যালয় পরিবার তথা চট্টগ্রামবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাননীয় মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষায় চবি পরিবার স্বেচ্ছায় এগিয়ে আসায় সকলকে অকুন্ঠ ধন্যবাদ জানান্ এবং বিশ^বিদ্যালয় পরিবারের সংশ্লিষ্ট শিক্ষক-গবেষক এ কার্যক্রম অব্যাহত রেখে আর্ত মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান।
মাননীয় শিক্ষা উপমন্ত্রী তাঁর বক্তব্যে করোনাভাইরাসের এ মহাদুর্যোগে চবি’র সুযোগ্য মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ^বিদ্যালয় পরিবার একটি মহৎ কাজে এগিয়ে আসায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, যে কোন দুর্যোগময় মুহুর্তে সকলেই সম্মিলিতভাবে এগিয়ে আসলে যত কঠিন বাঁধাই আসুক না কেন তা মোকাবেলা করা সম্ভব। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ও কোভিড-১৯ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে শত ব্যস্ততার মাঝেও মাননীয় শিক্ষামন্ত্রী এ ল্যাব উদ্বোধন করায় তাঁর প্রতি প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ ছাড়াও ভিডিও কনফারেন্সে সংযুক্ত মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং মাননীয় সাংসদ, মাননীয় মেয়রসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করার সুযোগ পেয়ে বিশ^বিদ্যালয় পরিবার অত্যন্ত গৌরবান্বিত বলে মনে করেন। তিনি আরও বলেন, এ ল্যাব প্রতিষ্ঠার ফলে এতদ অঞ্চলের জনসাধারণসহ চট্টগ্রামবাসী বিশেষ উপকৃত হবেন। এ নমুনা পরীক্ষায় শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের বিচক্ষণতার পরিচয় দিয়ে নিয়মিত নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে আক্তান্ত রোগীদের সঠিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি একাজে নিয়োজিত সংশ্লিষ্ট শিক্ষক-গবেষক এবং সহকারীবৃন্দ তাঁদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
উল্লেখ্য, এ ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ টি নমুনা পরীক্ষা সম্ভব হবে।