শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে ৫৬টি শিক্ষা প্রতিষ্টানের ৪ হাজার ৮শত শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করেন । ৪হাজার ৮শত জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেন ৪হাজার ৩শত ৩১ জন । এস এস সি পরিক্ষায় অকৃতকার্য হয়েছে ৪শত ৬৯ জন শিক্ষার্থী। রাউজানে এস এস সি পরিক্ষায় পাশের হার ৯০. ২৩ শতাংশ। এস এস সি পরিক্ষায় জিপি- এ -৫ পেয়েছে ১শত ৮১ জন। শতভাগ পাশ করেছে নোয়াজিশপুর ফতেহ নগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, নন্দীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় । চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে জিপি এ – ৫ পেয়েছে ৭২ জন শিক্ষার্থী । এস এস সি পরিক্ষায় উর্ত্তিন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । গত ৩১ মে এস এস সি পরিক্ষার ফলাফল প্রকাশিত হওয়্রা পর উর্ত্তিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আনন্দে উৎসাহে মেতে উঠে ।
ছবির ক্যাপশনঃ দাখিল পরিক্ষায় শাতভাগ পাশ শিক্ষা প্রতিষ্টান

রাউজান উপজেলার ২৩ টি মাদ্রাসা থেকে ৮শত ৮০ জন শিক্ষার্থী দাখিল পরিক্ষায় অংশ গ্রহন করেন । ৮শত ৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮শত ৪৭ জন শিক্ষার্থী । ৩৩ জন শিক্ষাথী পরিক্ষায় অকৃতকার্য হয় । রাউজানে দাখিল পরিক্ষায় পাশের হার ৯৬. ২৫ শতাংশ । জিপি এ – ৫ পেয়েছে ৫৮ জন । শতভাগ পাশ করেছে ১২টি শিক্ষা প্রতিষ্টান । শতভাগ পাশের হার শিক্ষা প্রতিষ্টানের মধ্যে রয়েছে রাউজানের উরকিরচর মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাউজান মহিলা মাদ্রাসা, পাচঁখাইন মহিউল উলুম দাখিল মাদ্রাসা,রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, মোহাম্মদিয়া সুন্নিয়া আর্দশ মাদ্রাসা, কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসা, পশ্চিম ডাবুয়া দাখিল মাদ্রাসা,পশ্চিম গুজরা মুনিরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, খলিলাবাদ আলভিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিন সর্তা জি, এম আলিম মাদ্রাসা, দেওয়ান পুর মুনিরুল উলূম দাখিল মাদ্রাসা । গত ৩১ মে রবিবার দাখিল পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উত্তিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আনন্দে মেরেত উঠে ।