রাউজানে ৩৫১ কেজি পোনা অবমুক্ত করল মৎস বিভাগ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে ৩শত ৫১ কেজি হালদা নদীর মা মাছের পোনা পুকুর জলাশয়ে অবমুক্ত করল মৎস বিভাগ । রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় সরকারী পুকুর জলাশয়, দিঘি ও শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টানের পুকুরে হালদা মা মাছের পোনা অবমুক্ত করা হয় । গতকাল ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পিংক সিটি পুকুরে হালদা নদীর মা মাছের পোনা অবমুক্ত করেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । এসেময়ে আরো উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা অধির চন্দ্র দাশ, মাহমদুল ইসলাম চৌধুরী, মাইশুরা উয়শুরা ইয়াসমিন রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ প্রমুখ ।