ওমানে করোনায় রাউজানের প্রবাসী দু’ভাই এর মৃত্যু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর মৃত সুলতান আহম্মদ প্রকাশ মাহবুব সারাংয়ের এর পুত্র ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আক্কাছ উদ্দীন মানিকের আপন বড় ভাই মোঃ আবুল কালাম ( ৬০) ও সেজু ভাই আবুল কাসেম (৫০) মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
গতকাল ৩ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ওমান সময় সকাল ৫ টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা দু’ভাইয়ের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাই আবু আক্কাস মানিক । তাদের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ওমানে থাকা অবস্থায় ঈদের দিন তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া গেলে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। প্রায় ২১দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তারা মারা যান। আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান। তাদের মৃত্যুতে স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ফটিকছড়ি ও মহানগরের বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাগন ও সদস্যবৃন্দরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।