রেলের শতভাগ টিকিট অনলাইনে

করোনাভাইরাস সংক্রমণে সরকারি সাধারণ ছুটির পর আবারও ‘সীমিত পরিসরে’ শুরু হচ্ছে ট্রেন চলাচল।

স্বাস্থ্য বিধি মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল শুরু করতে যাওয়া ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান প্রাথমিক অবস্থায় রোববার থেকে আট জোড়া ট্রেন চালু হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে আগামী ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

তিনি বলেন, আমরা স্টেশনে কোনো টিকিট বিক্রির ব্যবস্থা রাখছি না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। মানে এতে একটা বড় পরিবর্তন আসছে। টিকিট বিক্রির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে সরকারের সাধারণ ছুটির পর সীমিত পরিসরে অফিস কার্যক্রম শুরু হচ্ছে রোববার থেকে। একই সঙ্গে রোববার থেকেই স্বল্প পরিসরে অন্যান্য গণপরিবহণও চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, রেল সরকারি প্রতিষ্ঠান, তাই এর ভাড়া বাড়বে না। ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রি হবে, যাতে যাত্রীদের দূরত্ব বজায় রাখা যায়। তবে যেহেতু বাসের ভাড়া বাড়ছে তাই আমরা আশঙ্কা করছি রেলে চাপ বাড়বে। কিন্তু তারপরও আমাদের সেটা সামলে চলতে হবে।

এছাড়াও ট্রেনে কোনো খাবার পরিবেশন করা হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে বালিশ, কাঁথা সরবরাহ করা হবে না বলে জানান তিনি।